অনলাইন ডেস্ক : পিঠে পুলির উৎসব কেন্দ্র করে উত্তর করিমগঞ্জের লাতু ও সাদারাশি, উলুকান্দি, কলিমায় রথযাত্রায় উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। রথের উৎসবকে কেন্দ্র করে বসা মেলার পাশে অন্ধকার স্থানে বসেছিল জুয়ার আসর। লাতুতে জুয়ার আসবাবপত্র জব্দ করেছে পুলিশ। উত্তর করিমগঞ্জের বৃহত্তর গিরীশগঞ্জ/সাদারাশি এবং লাতু হিঙ্গাইর বিলে মকর সংক্রাতির রথ মেলায় এ বছর সেই ঐতিহ্য ধরে রাখতে মরিয়া উঠে উঠেছিলেন দর্শক শ্রুোতারা। জুয়ার আসর বন্ধ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বার বার আবেদন জানানোর পরেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্থানীয় দালালদের মদতে চলছিল এসব। সাদারাশি/কুশিয়ারকুল এলাকার মেলায় গিরিশগঞ্জ পুলিশের নাকের ডগা দিয়ে জুয়া চলছে।
এদিকে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এদিন রথযাত্রা বের হয়। সাদারাশি মহাপ্রভুর আখড়ার মেলায় শহরের মানুষের অংশগ্রহন ছিল লক্ষণীয়।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা আসাম পরিবহন বিভাগের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস।সাদারাশি মহাপ্রভুর আখড়ায় প্রাক্তন বিধায়ক রথ টানার সূচনা করেন।স্থানীয়দের সঙ্গে নিয়ে রথ টানার পুণ্য লগ্নে আনন্দে সামিল হন মিশনরঞ্জন দাসও।