অনলাইন ডেস্ক : উচ্ছেদ অভিযান চালানো হলো রংপুর প্রথম ও দ্বিতীয় খন্ড এলাকায়। ভারত মালা প্রকল্পের অধীনে রাস্তা তৈরীর জন্য রবিবারের এই উচ্ছেদ অভিযানকে ঘিরে সৃষ্টি হয় উত্তেজনার।
এদিন সকাল দশটা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার লাগিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানকে ঘিরে মোতায়ন করা হয় প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী। মূলত এদিন উচ্ছেদ চালানো হয় খাস জমিতে। এসব জমিতে ঘরবাড়ি সহ অন্যান্য পরিকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের মাঝে একসময় পরিস্থিতি বেশ উত্তেজক হয়ে ওঠে। এলাকার বাসিন্দারা বলেন দীর্ঘ বছর ধরে তারা সেসব জমিতে রয়েছেন। উচ্ছেদ অভিযানের আগে তাদের কোনও ধরনের নোটিশ দেওয়া হয়নি। তাই তাদের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। উচ্ছেদ হবে আগে থেকে তা জানা থাকলে সরিয়ে নিতে পারতেন অনেক জিনিসপত্র। কেউ কেউ এমনও বলেন, দীর্ঘদিন ধরে বসবাসকারী জায়গা থেকে উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন দেওয়া জরুরি ছিল। কিন্তু পুনর্বাসন তো দূরের কথা, আগাম নোটিশই দেওয়া হয়নি।
উচ্ছেদ হওয়া এলাকার আশপাশের বাসিন্দারা জানিয়েছেন তারাও উচ্ছেদের কবলে পড়তে পারেন বলে মনে হচ্ছে। তবে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে গেলে তারা তা মেনে নেবেন না। এর জন্য প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতেও তৈরি।