অনলাইন ডেস্ক : নিজ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে পুরসভায় গিয়ে সরব হলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। বৃহস্পতিবার পুরসভা কার্যালয়ে গিয়ে নিজ বিধানসভা এলাকার অন্তগত রংপুর, মালুগ্রাম, জানিগঞ্জের সমস্যা নিরসনে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক সোম। উল্লেখ্য, রংপুর আগে থেকেই থাকলেও সর্বশেষ ডিলিমিটেশনে মালুগ্রাম, কালীবাড়ি চর এবং জানিগঞ্জও উধারবন্দ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত হয়েছে।
রংপুর সহ শহরের এই এলাকাগুলিতে জমাজল, আবর্জনা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। পরিকল্পিত ড্রেন এবং নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মিনি বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। যার দরুণ দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষকে। ফলে অভিযোগের পাহাড় জমেছে বিধায়কের দরবারে। বৃহস্পতিবার এইসব সমস্যার ভাড়ার নিয়ে পুরসভায় হাজির হন বিধায়ক মিহিরকান্তি সোম। পুরসভার আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সে সঙ্গে জমাজলের যন্ত্রণা থেকে এলাকাগুলোকে মুক্ত করতে প্রয়োজনীয় পরামর্শ দেন বিধায়ক সোম। ইটখোলা মণিপুরি বস্তিতে পাম্প লাগিয়ে জল নিষ্কাসনের কাজ শীঘ্রই করা হবে বলে জানান তিনি। পুরসভা অঞ্চল জবরদখল মুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাছাড়া বন্যা পরবর্তী সময়ে এইসব এলাকায় বিভিন্ন প্রতিষেধক ছেটানোর পাশাপাশি আবর্জনামুক্ত রাখার নির্দেশ দেন বিধায়ক।
এদিকে, রংপুর, মালুগ্রাম সহ জানিগঞ্জ লাগোয়া কালীবাড়ি চর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিধায়ক মিহির কান্তি সোম। এছাড়াও তিনি বলেন,’অম্রুত’ এবং গ্যাসলাইন সম্প্রসারণের দরুণ মালুগ্রাম এবং জানিগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তা নষ্ট হয়েছে। এসব রাস্তা দ্রুত সারাইয়ের জন্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া বন্যাক্রান্ত এলাকাগুলোতে বিদ্যুৎ পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।