অনলাইন ডেস্ক : অষ্টম ফেডারেশন যোগা স্পোর্টস কাপে দারুণ ফল করেছে শিলচরের দুই প্রতিযোগী স্বর্ণালী চৌধুরী ও অরিহান চক্রবর্তী। ছেলেদের ১০-১৪ বছর বয়স গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে শিলচরের অরিহান চক্রবর্তী। এদিকে মেয়েদের ১৪-১৮ বয়স বিভাগে পঞ্চম স্থান পেয়েছে স্বর্ণালী চৌধুরী। তারা উভয়ই শিলচরের পাশাপাশি রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। প্রতিযোগিতায় অসমের দ্বিতীয় রানার্স হওয়ার পেছনে অবদান রয়েছে শিলচরের এই দুই প্রতিযোগীর। মেয়েদের ১৪-১৮ বয়স বিভাগে স্বর্ণালী ছাড়া অসমের হয়ে আরও যে দুজন অংশ নিয়ে ছিল তারা হল উদিতা রানি বরা ও তিতিক্ষা মধুকল্য। ফেডারেশন কাপে তিন জনই সফল হয়েছে। উদিতা রানি বরা চতুর্থ, স্বর্ণালী চৌধুরী পঞ্চম ও তিতিক্ষা মধুকল্য ষষ্ঠ। প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের মধ্যে অংশ নেয় অসম,পঞ্জাব,হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তেলেঙ্গানা, চন্ডীগড়, গুজরাট, জম্মু কাশ্মীর,ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সিকিম,মনিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশ সহ আরও রাজ্য। ১৫ জুন প্রতিযোগিতা হয়েছে ওনলাইনে লাইভ। সর্বভারতীয় যোগা ফেডারেশনের ওয়েব সাইটে লাইভ এই প্রতিযোগিতা দেখা গেছে দেশের সব প্রান্ত থেকে। আজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর এক নজরে অসমের পদক জয়ের তালিকা : ৮-১০ (মেয়ে) স্মরনিকা ডেকা (তৃতীয়), ভাগ্যরন্জনা বরা (ষষ্ঠ)।
৮-১০ (ছেলে) : সিদ্ধার্থ দেব (ষষ্ঠ)। ১০-১৪ (মেয়ে) : কুহি ডেকা (তৃতীয়), সঞ্চিতা কুরি (চতুর্থ), রিচিকা কৌর (পঞ্চম)। ১০-১৪ (ছেলে) : অরিহান চক্রবর্তী (প্রথম)। ১৪-১৮ (মেয়ে): উদিতারানি বরা (চতুর্থ), স্বর্ণালী চৌধুরী ( পঞ্চম)। তিতিক্ষা মধুকল্য (ষষ্ঠ)। ১৪-১৮ (ছেলে) : প্রিয়ম বরা (ষষ্ঠ)। ২৫-৩৫ (ছেলে) শুভাশিস বালা (প্রথম)। উর্ধ্ব ৩৫ বছর (মহিলা) : অংশুমনি ডেকা (ষষ্ঠ)। আর্টিস্টিক সোলো জুনিয়র (মহিলা) : তিতিক্ষা মধুকল্য (পঞ্চম)। আর্টিস্টিক সোলো জুনিয়র (ছেলে) : সন্দীপ শর্মা (দ্বিতীয়), শুভাশিস বালা (দ্বিতীয়)। আর্টিস্টিক পেয়ার জুনিয়র (মেয়ে) : উদিতারানি বরা। আর্টিস্টিক পেয়ার জুনিয়র (ছেলে): প্রিয়ম বরা ও ঈশান বরা। অষ্টম ফেডারেশন যোগা স্পোর্টস কাপে শিলচর তথা অসমের দারুণ ফলাফলের জন্য শিলচরের স্বর্ণালী ও অরিহান সহ অসমের প্রত্যেক পদক জয়ীদের অভিনন্দন জানিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি তথা শিলচর যোগা সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক বাবুল হোড়।