অনলাইন ডেস্ক : এক মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে । পুণেতে এক অনুষ্ঠানে তাঁরা করমর্দন করলেন। সদ্যগঠিত ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএ সরকারের বিরোধ যখন তুঙ্গে, সেই পরিস্থিতিতে মোদির সঙ্গে পওয়ারের মঞ্চ ভাগ করে নেওয়ার বিষয়টি ঘিরে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বিরোধীরা।
এদিন পুণেতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেলেন মোদি। আর সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পওয়ার। লোকমান্য তিলক স্মারক মন্দির ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। মোদি–পওয়ার ছাড়াও ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার, কংগ্রেস নেতা সুশীলকুমার শিণ্ডে। ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইসও।
গত কয়েকদিন ধরেই এই অনুষ্ঠান ঘিরে নানা জল্পনা শোনা যাচ্ছিল। প্রশ্ন উঠছিল, যেখানে ২০২৪ লোকসভার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে মোদি সরকারের বিরোধিতায় একবগ্গা থাকার পরিস্থিতিতে পাওয়ার–মোদির মঞ্চভাগ যে আমজনতার কাছে বিরোধীদের ভাবমূর্তিকেই নষ্ট করবে না? এমনকী, বিরোধী ঐক্যের জন্যও বিষয়টি মোটেই ভাল হবে না। তাই যেনতেন প্রকারেণ ‘মারাঠা স্ট্রংম্যান’কে নিরস্ত করাই লক্ষ্য ছিল তাঁদের।