অনলাইন ডেস্ক : অসমের ৩ লক্ষ ৭০ হাজার ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার।এরই অঙ্গ হিসেবে শুক্রবার মন্ত্রী পীযূষ হাজরিকা শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে কাছাড়ের ২৫ হাজার ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বিতরনের সূচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, সাইকেল পেয়ে জেলার পড়ুয়াদের মনে এক নতুন ভাবনার সৃষ্টি হবে। এর থেকে পরবর্তী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলেও এদিন দাবি করেছেন পীযূষ। প্রধানমন্ত্রীকে হারানোর মতো দেশে কোনও শক্তি নেই বলে মন্তব্য করেন তিনি।আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং অসমের ১২টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ইতিমধ্যে ১৪ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করেছে। অর্থ সংগ্রহের জন্য কংগ্রেস এই তালিকা ঘোষনা করেছে বলে ইণ্ডিয়া এলায়েন্সের মিত্র এজেপি একথা প্রকাশ্যে এনেছে বলে জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। কংগ্রেস যতই চেষ্টা করুক আসন্ন নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত বলেও এদিন দাবি করেছেন তিনি।
এর আগে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নকে সাকার করতে সমগ্র রাজ্যে মন্ত্রীর অধীনস্থ বিভাগ সহ অন্যান্য ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মন্ত্রী পীযূষ হাজারিকা।ছাত্র-ছাত্রীদের প্রাণভরা ভালবাসা জানিয়ে বিধায়ক তাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে এবং শরীর গঠনের আহ্বান জানান। যাতে তারা পড়াশোনায় মনোযোগী হতে পারে। অনুষ্ঠানে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার ছাত্রীদের সঙ্গে ছাত্রদেরও সাইকেল প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সমগ্র রাজ্যে মোট ৩ লক্ষ ৬৯ হাজার শিক্ষার্থীদের এই সাইকেল বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আসামকে দেশের ৫ শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে উন্নীত করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে যথেষ্ট উন্নতি করেছে, যাতে শিক্ষার্থীরা কোনও প্রকার অসুবিধা না পায়। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা কমিশনার রোহন কুমার ঝা। অন্যান্যদের মধ্যে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই, কণাদ পুরকায়স্থ, নিত্যভূষণ দে প্রমুখ উপস্থিত ছিলেন।