অনলাইন ডেস্ক : গরমের সঙ্গে বৃষ্টির যুগলবন্দিতে এপ্রিল মাসটা কেটে যাচ্ছে। কিন্তু ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে মে মাসে। গোটা মে মাস জুড়ে তীব্র দাবদাহে পুড়বে গোটা দেশ৷ এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের উপরে চাপ পড়বে, অন্যদিকে প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপরেও৷ তাছাড়া মানুষের জীবনের ঝুঁকি তো থাকছেই৷
কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসে পূর্ব-মধ্য এবং পূর্ব ভারতের অধিকাংশ জায়গার সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে থাকার সম্ভাবনা রয়েছে৷ উত্তরপূর্ব ভারতের একাংশেও অন্যান্য বছরের তুলনায় গরম বেশি থাকবে?
এপ্রিলের সাময়িক স্বস্তি উবে যাবে মে মাসের দ্বিতীয় সপ্রাহের মাঝামাঝি সময় থেকেই, এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের। মারাত্মক বাড়বে গরমের দাপট। ফের তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। গ্রীষ্মে প্রবল গরমের ইঙ্গিত আগেই দিয়েছিল মৌসম ভবন। গোটা দেশে না হোক, মাঝ এপ্রিলে শুকনো গরমে তেতে পুড়ে গেছে পূর্ব ভারত। মে মাসে কী হবে, তার একটা আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।