অনলাইন ডেস্ক : প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয় আলগাপুর জিনিয়াস জুনিয়র কলেজ মাঠে।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৮ ছাত্র ছাত্রীর হাতে স্কুটি তুলে দেন ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের অধ্যক্ষ দিলোয়ার হোসেন আহমদ মজুমদার। তিনি বক্তব্যে কৃতী পড়ুয়াদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলগাপুর পাবলিক এইচএস স্কুলের অধ্যক্ষ মওলানা নাসির উদ্দিন লস্কর। তিনি পড়াশোনায় আরও মনোনিবেশ করে জেলায় বানীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের সংখ্যা বাড়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন,যারা মেধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে তাদের নিরাশ হওয়ার কিছুই নেই।কারণ এখন থেকে এমন ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে। মেধাবীদের কাছ থেকে বাকিদের শিক্ষা নিতে হবে।তিনি আরও বলেন,মেধার বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আনতে হবে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মইনুল হক চৌধুরী। তিনি বলেন, এবার হাইলাকান্দি জেলার মধ্যে ড°বানীকান্ত কাকতি মেধা তালিকায় মধ্যে প্রথম স্থান দখল করেছে আলগাপুর জিনিয়াস জুনিয়র কলেজ। আলগাপুরের জনগণ,কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আলগাপুর জিনিয়াস জিনিয়র কলেজ এই সম্মান অর্জন করেছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিট অ্যাকাডেমির অধ্যক্ষ সাহাব উদ্দিন লস্কর,হানিফ আহমদ মজুমদার,তাহমিদ আক্তার মজুমদার,কলেজের কর্মকর্তা আবুল কাসিম চৌধুরী প্রমুখ।