অনলাইন ডেস্ক : মনিপুরের জিরিবাম বড়বেকরা থেকে অপহৃত মহিলা ও শিশুদের হত্যার প্রতিবাদ জানানো হলো শিলচরে। সঙ্গে হুমকি দেওয়া হয়েছে, এই ঘটনায় জড়িত ঘাতক “কুকি ও মার জঙ্গি”দের শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত সমঝে নেওয়া হবে না হত শিশু ও মহিলাদের মৃতদেহ ।
“কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অব মৈতেই মনিপুরী”-নামে সংগঠনের ব্যানারে রবিবার সন্ধ্যায় মৈতেই মনিপুরী সম্প্রদায়ের প্রচুর সংখ্যক লোক শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমবেত হন। মোমবাতি জ্বালিয়ে হত মহিলা ও শিশুদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
কমিটির পক্ষে কমলাকান্ত সিং, অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক শান্তি কুমার সিং, ইন্দ্রজিৎ সিং ও রাজু সিংরা মনিপুরে দাঙ্গার আগুনে একের পর এক লোকের প্রাণহানির জন্য মনিপুর সরকার সহ কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। তারা ক্ষোভ ব্যাক্ত করে বলেন, সরকার সময় মতো পদক্ষেপ নিলে এভাবে নিরীহ মহিলা ও শিশুদের লোকেদের প্রাণ হারাতে হতো না। ঘাতকদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত সমঝে নেওয়া হবে না মহিলা ও শিশুদের মৃতদেহ। এই ঘটনার উপযুক্ত বিচার করতেই হবে সরকারকে।
এদিকে এনকাউন্টারে হত “জঙ্গিদের” মৃতদেহ
সমঝে নিতে এসে শনিবার তাদের সমর্থকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে লাশঘর চত্বরে হাঙ্গামা বাধানোর জেরে কাছাড় পুলিশ এক মামলা নথিভুক্ত করেছে। পুলিশের এক সূত্র জানান, মৃতদেহ সমঝে নিতে আসা লোকেরা উন্মত্ত হয়ে যেভাবে পুলিশের দিকে পাথর ছুঁড়েছেন এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। প্রসঙ্গত হামলাকারীরা হত “জঙ্গি”দের মৃতদেহ সড়কপথে মিজোরাম হয়ে নিয়ে যাবার দাবি জানাচ্ছিলেন। যদিও পুলিশের পক্ষ থেকে হেলিকপ্টার দিয়ে চূড়াচাঁন্দপুরে নিয়ে যাওয়া হয় মৃতদেহ।