অনলাইন ডেস্ক, করিমগঞ্জ : রেলশহর বদরপুরকে করিমগঞ্জ জেলা থেকে পৃথক করার প্রতিবাদে মঙ্গলবার জেলা যুব কংগ্রেস এবং এনএসইউআই-র যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। বিজেপি সরকারের আমলে রাজ্যে হিটলারি শাসনব্যবস্থা চলছে বলে গর্জে উঠেন প্রতিবাদকারীরা।
ইন্দিরা ভবনের সামনে জাতীয় সড়কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে বিভিন্ন স্লোগানে পরিবেশ গরম করে তোলেন জেলা যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মীরা। রাজ্যের চারটি জেলার মর্যাদা বিলুপ্ত করে দেওয়া এবং বদরপুরকে করিমগঞ্জ থেকে সরিয়ে কাছাড়ের সঙ্গে যুক্ত করে দেওয়ার তীব্র নিন্দা জানান তারা।
রাজন চৌধুরী, মান্না হাসান, শুভজিত চক্রবর্তী, কমরুল ইসলাম, শুভম দাস প্রমুখ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার হিটলারি রাজত্ব চালাচ্ছে। রেলশহর বদরপুর করিমগঞ্জের ঐতিহ্য। শুধুমাত্র ভোটের স্বার্থে বদরপুরকে সরিয়ে নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে তারা মনে করেন। সেই সঙ্গে বলেন, নোটবন্দি থেকে নাগরিকপঞ্জি নবায়নে যেমন বার বার সাধারণ মানুষকে হয়রানির সম্মুখীন হতে হয়েছে, তেমনি মূল্যবৃদ্ধি রোধ থেকে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরি প্রদানের নামে প্রতারণা করা হচ্ছে।
রাজ্য সরকারের ডিলিমেটশনের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে নিশ্চুপ করিমগঞ্জ বিজেপি বলে অভিযোগ করেন শুভরাজ চক্রবর্তী। তিনি বলেন, সব জেনেও জেলার দুই বিজেপি বিধায়ক সহ স্থানীয় নেতৃত্বের প্রতিবাদ করার কোনও সাহস নেই। কারণ মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে সবাই শুধু জি হুজুর জি হুজুর করতে ব্যস্ত।ফলে শীঘ্রই সিদ্ধান্ত বদল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুমকি দেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস ও এনএসইউআই নেতারা।