অনলাইন ডেস্ক : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা: হিমব্রত দাসের বিরুদ্ধে মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানোর যে অভিযোগ উঠেছে এনিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ।
জানা গেছে এক মহিলা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উত্থাপনের পর, একইভাবে আরও অনেকে অভিযোগ করেন ডা: দাস তাদেরও এমন অশ্লীল ম্যাসেজ পাঠিয়েছেন। পুলিশের এক সূত্র জানান, এদিন মেডিক্যালে ডা: দাসের খোঁজ করা হয়েছিল। যদিও জানা যায় সেসময় তিনি অনুপস্থিত ছিলেন মেডিকেলে সময়। এদিকে অভিযোগ উত্থাপনের পর ডা: দাস তার ফেসবুক একাউন্ট বন্ধ করে দেন। এমন কি এদিন প্রকাশ্যে তার দেখাও পাওয়া যায়নি বলে খবর।
এদিকে যেভাবে একের পর এক মহিলা ডা: দাসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন,এতে অনেকেই এর তুলনা করছেন বিগত দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে শুরু হওয়া “মি-টু” আন্দোলনের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের ঝড়। অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানোর সঙ্গে সঙ্গে তার নিজেরও চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। অভিযোগ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তারা অবশ্য স্পর্শকাতর এই প্রসঙ্গ এড়িয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।