অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত পূর্বাঞ্চল প্রতিদিন মিডিয়া ক্রিকেট ফেস্টের সেমিফাইনালে জায়গা করে নিল মলিন শর্মা খবর হিরোজ। বৃহস্পতিবার তারা মরণ বাঁচন লড়াইয়ে সাত রানে হারায় রোজকান্দি প্রেস স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান করে খবর হিরোজ। তাদের হয়ে ভালো ব্যাটিং করেন নিরুপম দাস (২৭), চিরঞ্জীব নাথ (২১), অজিত দাস (২০) এবং ভোলা নাথ (১৮)। রোজকান্দির শিবানন্দ সিং, জাকির হোসেন লস্কর, ধ্রুবজ্যোতি মজুমদার প্রত্যেকে দুটি করে এবং গনেশ নন্দী এক উইকেট নেন। জবাবে খেলতে নেমে সুমিত শুক্লবৈদ্য ঝড়ো ব্যাটিং করলেও নির্ধারিত লক্ষ্য থেকে সাত রান আগে আটকে যায় রোজকান্দি প্রেস স্ট্রাইকর্স -র ইনিংস। সুমিত দুটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৪০ রান করেন। এছাড়াও দুঅঙ্কের রান পান সত্যজিৎ শুক্লবৈদ্য (১২) এবং বাপ্পা দাস (১২)। ম্যাচের সেরা চিরঞ্জীব নাথ দু উইকেট নেন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন অভিজিৎ দেব, রাজু নাথ, অজিত দাস এবং আহাদুল আহমেদ লস্কর। এই হারে আসরকে বিদায় জানায় রোজকান্দি।
দিনের অপর খেলায় করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্সকে পাঁচ উইকেটে হারায় হাইলাকান্দি নিউজ রোকার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১৪৪ রান করে করিমগঞ্জ। ঝড়ো ব্যাটিং করলেও মাত্র পাঁচ রানের জন্য শতরান অধরা থাকে হুমায়ুন কবিরের। ৫৫ বলে ৯৫ রান করেন,১০ টি চার এবং সাতটি ছয়ের সাহায্যে। সৌরভ চক্রবর্তী ১৮ রান করেন। তিনটি উইকেটই দখল করেন নীলমনি চৌধুরী। জবাবে খেলতে নেমে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় হাইলাকান্দি। দলকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন নীলমনি চৌধুরী (৩২), আব্দুল কাইয়ুম (২৮), মনোদীপ মালাকার (২৯) এবং পিন্টু শুক্লবৈদ্য (২২)। রাহুল দাস তিন উইকেট নেন।