অনলাইন ডেস্ক : মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি নীতি শিক্ষা এবং আদর্শ শিক্ষার পাঠ দেওয়া হয়।মাদ্রাসার ছাত্ররা কখনও হিংসাত্মক এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে পারে না। শান্তি সম্প্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠা, সমাজ সংস্কার,আত্মশুদ্ধি এবং দেশপ্রেমের বার্তা নিয়ে তারা সর্বত্র ছড়িয়ে রয়েছেন। মাদ্রাসা শিক্ষা যতদিন থাকবে ততদিন সমাজে শান্তি বিরাজ থাকবে। বৃহস্পতিবার পশ্চিম শিলচরের ঐতিহ্যবাহী জয়নগর মজাহিরুল মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দী অনুষ্ঠানে এ কথাগুলি বলেন, উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত তথা দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার শেখুল জামিয়া হযরত শেখ মওলানা ইয়াহিয়া। মাদ্রাসার মহতমিম মওলানা সানোহর আলি বড়ভৃইয়ার পৌরোহিত্যে সহস্রাধিক ধর্মপ্রাণ লোকের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে শেখ ইয়াহিয়া বলেন, বর্তমানে মুসলমানরা সর্বত্র মজলুমিয়াতের শিকার।এর থেকে পরিত্রাণের জন্য সবাইকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়াল।তিনি মুসলমানদের যাবতীয় পাপকাজ বর্জন করে আল্লাহর নির্দেশিত পথে চলার আহ্বান জানান। তৎসঙ্গে তিনি মাদ্রাসার প্রতি যাবতীয় সাহায্য সহযোগিতার আর্জি রাখেন। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নোমানিয়া বসিরহাট মাদ্রাসার শেখুল হাদিস মওলানা মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরী। তিনি পবিত্র কোরানের উদ্ধৃতি দিয়ে বলেন, পবিত্র কোরান একটি বিশুদ্ধ এবং ত্রুটিমুক্ত এক পবিত্র মহাগ্রন্থ। তাতে কোনও সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর কোনও অপশক্তি নেই যে কোরানের একটি চুল পরিমাণ ক্ষতি করবে।পবিত্র কোরানে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরান তিনি অবতীর্ণ করেছেন এবং সেটার হেফাজতের মালিক তিনি আল্লাহ। তিনি স্পষ্ট ভাষায় বলেন পৃথিবীতে মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন ইসলাম এবং মুসলমান টিকে থাকবে।তিনি সর্বাবস্থায় মাদ্রাসার প্রতি দায়িত্বশীল এবং মাদ্রাসার ছাত্রদের প্রেম ভালোবাসা এবং স্নেহ মমতার চোখে দেখার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার মহদ্দিস মওলানা কারি লোকমান আলি কাসিমী, জয়নগর মোজাহিরুল উলুম মাদ্রাসার শিক্ষক মওলানা মুফতি সালেহ আহমদ, মুফতি হাবিব আহমদ, করিমগঞ্জ ফকিরাবাজার দারুল উলুম শেখ আহমদ আলি মাদ্রাসার শিক্ষক মওলানা মুফতি ইমরান হোসেন কাসিমী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন মাদ্রাসা পরিচালন কমিটির সহ-সম্পাদক ডঃ সাদিক আহমদ লস্কর। এদিন মাদ্রাসায় হিফজ শাখার ৬ জন কৃতি ছাত্রকে সনদ পরিয়ে সম্মান প্রদান করেন শেখ মওলানা ইয়াহিয়া। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন কমিটির কার্যকরী সভাপতি আইনজীবী আব্দুল অদুদ লস্কর, সম্পাদক জসিম উদ্দিন বড়ভূঁইয়া, কার্যকরী সদস্য হাফিজ ইব্রাহিম আহমদ বড়ভূঁইয়া, ভূমিদাতা পরিবারের সদস্য হাজী মইন উদ্দিন বড়ভূইয়া, বুড়িবাইল ইসলামিয়া মাদ্রাসার প্রধান মওলানা নাসির উদ্দিন লস্কর, কাছাড় জেলা জমিয়তের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়লস্কর, প্রবীণ নাগরিক আজম আলি লস্কর প্রমুখ। এদিনের গোটা অনুষ্ঠান পরিচালনায় বিশেষ সহযোগিতায় ছিলেন মাদ্রাসার শিক্ষকরা যথাক্রমে মুফতি সালেহ আহমদ বড়ভূঁইয়া, মওলানা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া,মওলানা আব্দুল মন্নান বড়ভূঁইয়া, মাওলানা জিয়া উদ্দিন চৌধুরী, মাওলানা আহমদ শহীদ বড়ভূঁইয়া, মওলানা হাবিব আহমদ,হাফিজ তমিজুর রহমান, হাফিজ সইদুর রহমান,হাফিজ সাহারুল ইসলাম।সবশেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাতের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।