অনলাইন ডেস্ক : মণিপুরে চলতি হিংসার জন্য এবার সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করলেন তৃণমূল কংগ্রেস নেতা রিপুন বরা। তাঁর যুক্তি, মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিতে আসাম রাইফেলসের ভূমিকা যথেষ্ঠ সন্দেহজনক। আর এই নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে। এর পাশাপাশি মোদির মণিপুর নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপির সাংসদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রিপুন সাংবাদিকদের বলেন, গত ৩ মে থেকে মণিপুরের পরিস্থিতি সামাল দিতে আসাম রাইফেলসের সন্দেহজনক ভূমিকা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসাম রাইফেলসের সঙ্গে মণিপুর রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষের অভিযোগও প্রকাশে এসেছে। তিনি আরও দাবি করেছেন যে মণিপুর পুলিশ অভিযোগ জানিয়েছে যে, আসাম রাইফেলসকে পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে। এ সংক্রান্ত একটি একটি এজাহারও নথিভুক্ত হয়েছে। পুলিশের অভিযোগ, মৈতেইদের হত্যা করে পালানোর সময় কুকি জঙ্গিদের সাহায্য করেছে আসাম রাইফেলসের জওয়ানরা।
এদিন মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বিজেপি সাংসদের আচরণ নিয়ে রিপুন বলেন, ‘প্রধানমন্ত্রী দুই ঘণ্টার বেশি ভাষণ দিয়েছেন। তবে তিনি মণিপুর নিয়ে মাত্র দুই মিনিট কথা বলেছেন। এছাড়াও যখন প্রধানমন্ত্রী মোদি মণিপুর নিয়ে কথা বলছিলেন তখন বিজেপি সাংসদরা হাসছিলেন এবং হাততালি দিচ্ছিলেন।’ রিপুনের দাবি, এর মাধ্যমে মণিপুর নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর দলের আসল চেহারা প্রকাশ পেয়েছে।