• অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মণিপুরে বড় সাফল্য! অস্ত্র ছেড়ে মূল ধারায় ফিরল বিচ্ছিন্নতাবাদী সংগঠন

দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

samayikprasanga by samayikprasanga
November 29, 2023
in slider, জাতীয়
0
মণিপুরে বড় সাফল্য! অস্ত্র ছেড়ে মূল ধারায় ফিরল বিচ্ছিন্নতাবাদী সংগঠন

অনলাইন ডেস্ক : অস্ত্র ছেড়ে সমাজের মূল ধারায় ফিরে আসার উদ্যোগ নিল মণিপুরের সব থেকে পুরনো সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা ইউএনএলএফ। দীর্ঘ ছয় দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে তারা। বুধবার অস্ত্র ত্যাগ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করল তারা। এদিন বিকেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে একটি ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ইউএনএলএফ।

দিন কয়েক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছিলেন, যাতে অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে আসে, তার জন্য ইউএনএলএফ-এর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। হিংসাধ্বস্ত মণিপুরের প্রেক্ষিতে এই শান্তিচুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই শান্তি চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে বর্ণনা করেছেন অমিত শাহ।

You might also like

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ ইউএনএলএফ বাহিনীর বেশ কিছু ছবি-ভিডিয়ো প্রকাশ করেছেন। সেই ছবি-ভিডিয়োতে ইউএনএলএফ সদস্যদের তাঁদের অস্ত্র সমর্পণ করতে দেখা গিয়েছে। সঙ্গের ক্যাপশনে শাহ লিখেছেন, ‘একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করা গিয়েছে! উত্তর-পূর্বে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য মোদি সরকারের নিরলস প্রচেষ্টা পূর্ণতা পাওয়ার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় যুক্ত হল। এদিন নয়াদিল্লিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। মণিপুর উপত্যকার প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী ইউএনএলএফ হিংসা ত্যাগ করে মূলধারায় যোগ দিতে সম্মত হয়েছে। আমি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাগত জানাচ্ছি এবং শান্তি ও অগ্রগতির পথে তাদের যাত্রার জন্য মঙ্গল কামনা করছি।’

আরও এক টুইট পোস্টে অমিত শাহ লিখেছেন, ‘আজ ভারত সরকার এবং মণিপুর সরকারের সঙ্গে ইউএনএলএফ-এর শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ছয় দশকের সশস্ত্র আন্দোলনের সমাপ্তি ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সকলের উন্নয়নের দৃষ্টিভঙ্গির বাস্তবায়ন এবং উত্তর-পূর্ব ভারতের যুবদের একটি উন্নত ভবিষ্যত প্রদানের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী অর্জন।’

১৯৪৯ সালে ভারতের অংশ হয়ে উঠেছিল মণিপুর রাজ্য। ভারতের সঙ্গে স্বাধীন মণিপুর রাজ্যের একীভূত হওয়া রাজ্যের অনেকেই মেনে নিতে পারেনি। তাদের মতে, এই পদক্ষেপ ছিল বেআইনি। তাই এই পদক্ষেপের বিরোধিতায় উত্তর-পূর্বের এই রাজ্যে বেশ কয়েকটি আন্দোলন তৈরি হয়। এই আন্দোলনগুলি থেকেই ১৯৬৪ সালের ২৪ নভেম্বর জন্ম নিয়েছিল ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন এই গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছিলেন রাজকুমার মেঘান ওরফে সানা ইয়াইমা। ২০১০ সালে বাংলাদেশে ধরা পড়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে তাঁকে ভারতীয় দণ্ডবিধির ১১টি ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল এনআইএ কোর্ট। তবে কারাগারে ভাল আচরণ এবং তাঁর বিশেষ অবদানের কথা বিবেচনা করে ২০১৯ সালের নভেম্বরে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকে তিনি আর আগের জীবনে ফেরেননি। তবে তাঁর অনুপস্থিতিতেও সার্বভৌম স্বাধীন মণিপুরের দাবিতে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল ইউএনএলএফ। এদিনের শান্তি চুক্তির ফলে সেই যুদ্ধের অবসান ঘটল। এরপর এই গোষ্ঠী গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নেয় কিনা, সেটাই দেখার।

Tags: Amit Shahmanipur govtManipur TerroristUNLF
Previous Post

অবশেষে মুক্ত ৪১ শ্রমিক

Next Post

চাকরি থেকে বরখাস্ত কল্যাণ কুমার দাস সহ ২১

Related Posts

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের
slider

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

by samayikprasanga
May 9, 2025
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক
slider

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

by samayikprasanga
May 5, 2025
বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের
slider

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

by samayikprasanga
May 5, 2025
বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮
slider

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

by samayikprasanga
May 3, 2025
শিলচরে “ডিউটি”-তে রওয়ানা হওয়ার মুহূর্তে  মৃত্যু ভোটকর্মীর
slider

শিলচরে “ডিউটি”-তে রওয়ানা হওয়ার মুহূর্তে মৃত্যু ভোটকর্মীর

by samayikprasanga
May 1, 2025
Next Post
চাকরি থেকে বরখাস্ত কল্যাণ কুমার দাস সহ ২১

চাকরি থেকে বরখাস্ত কল্যাণ কুমার দাস সহ ২১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?