অনলাইন ডেস্ক : মণিপুরে কযেকটি স্থানে ব্যাপক ধস নেমেছে। ফলে ইম্ফল – শিলচর (দক্ষিণ অসম) মহাসড়কে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫০০-র বেশি পণ্যবাহী ট্রাক। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে মণিপুরে, বিশেষ করে ননে জেলা ও সংলগ্ন অঞ্চলে। ফলে ইম্ফল – শিলচরগামী ৩৭ নম্বর মহাসড়কের ইরাং ও আওয়াংখুল পার্ট-২, খোংসাং ও আওয়াংখুল এবং রাংখুই গ্রামের বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে। ব্যাপক ভূমিধসের ফলে প্রতিবেশী দুই রাজ্যগামী পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে খাদ্য ও জ্বালানি সরবরাহেও ব্যাঘাত ঘটছে। তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কর্মীরা ধস সরানোর কাজ শুরু করেছে।