অনলাইন ডেস্ক : শান্তি প্রতিষ্ঠা তো দূর, মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন আরও বাড়ছে। আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। অথচ সরকার কিছুই করতে পারছে না। মণিপুর থেকে এই উদ্বেগের বার্তা শুনিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বলেছেন, সবদিক থেকেই গুলাগুলির খবর আসছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরেন সিংহকে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন সাংসদ দেব।
শনিবার বিরোধী ঐক্যমঞ্চ টিম ইন্ডিয়ার সঙ্গে মণিপুর সফরে গিয়েছেন সুস্মিতা। দেখা করেছেন ভিডিও ভাইরাল হওয়া সেই দুই নির্যাতিতার সঙ্গে। সেখান থেকে টেলিফোনে সাময়িক প্রসঙ্গকে তিনি জানিয়েছেন, মণিপুরের অশান্ত পরিস্থিতির তিলমাত্র উন্নতি হয়নি। বিবদমান দুই সম্প্রদায়-ই মুখ্যমন্ত্রী বীরেন সিংহের ওপর আস্থা হারিয়েছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মুখ্যমন্ত্রী বীরেন সিংহকে সরাচ্ছে না মোদী সরকার। এতে ক্ষতি হচ্ছে মণিপুরের।
এদিন টিম ইন্ডিয়ার সদস্যরা মণিপুরের চূড়াচান্দ পুর, মৈরাঙ, ইম্ফল ইত্যাদি এলাকা পরিদর্শন করেন। নির্যাতিতা দুই মহিলার সঙ্গে কথা বলেন সাংসদ কানিমোঝি করুণানিধি, ফুলোদেবী নেতাম, সুস্মিতা দেবরা। পরে সাংসদ দেব জানান, নির্যাতিতাদের মধ্যে একজন তরুণী। বয়স বড়জোর ২১ বা ২২ বছর। সেই তরুণী জানিয়েছেন, কর্তব্যরত পুলিশ অফিসারের সামনেই তার ওপর নির্যাতন চালানো হয়েছে। অথচ সাজা তো দূর, আজ পর্যন্ত সেই পুলিশ অফিসার বা দুষ্কৃতকারীদের খুঁজে বের করার কোনও উদ্যোগ নেননি মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। এই পরিস্থিতিতে বীরেন সিংহের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ছুড়েছেন সুস্মিতা। নির্যাতিতা তরুণী দাবি জানিয়েছেন অভিযুক্ত পুলিশ অফিসার ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের।
সুস্মিতা জানান, সংসদে মণিপুর ইস্যু নিয়ে টিম ইন্ডিয়া সরব হওয়ায় সে রাজ্যের সাধারণ মানুষ যারপরনাই খুশি। সংসদে বিষয়টি এত গুরুত্বসহকারে তুলে ধরা হবে, তাঁরা ভাবতেই পারেননি। তবে এখন বিরোধীদের ভূমিকায় অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছেন তাঁরা। টিম ইন্ডিয়ার তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, মণিপুর সফরের পর বিষয়টি আরও ঠিকঠাক ভাবে সংসদে পেশ করা হবে।