অনলাইন ডেস্ক : মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব ধলাইর ভুবনহিল জিপির ঐতিহ্যবাহী কৃষ্ণপুর সন্ন্যাসী বাবার আশ্রমে অনুষ্ঠিত বার্ষিক উৎসব ও মেলায় রবিবার ভক্তদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।এদিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় শ্রীশ্রী সন্ন্যাসী বাবার পূজার্চনা অনুষ্ঠিত হয়। পরে সমবেত কীর্তন ও বিকেল ৪টায় রথযাত্রা ও লোটের প্রদান বিতরণ করা হয়। এদিকে সন্ন্যসী বাবার আশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় মেলা।এতে পূর্ব ধলাইল বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়। দু’দিনের এই উৎসবে সোমবার ভোর পাঁচটা থেকে দিনভর অনুষ্ঠিত হয় উদয়াস্ত নাম সংকীর্তন।দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে রবিবার সন্ধ্যায় সন্ন্যাসীবাবার আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন ধলাইর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।তিনি সন্ন্যাসী বাবার আর্শীবাদ গ্রহণ করেন ও উৎসবে সামিল হন।এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাশ,উপ সভাপতি বিভাষরঞ্জন দেব,পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস,বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ।এদিকে প্রথমদিনের অনুষ্ঠানে শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সন্ন্যাসী বাবা আশ্রমের উপদেষ্টা তথা ভুবনহিল জিপি সভাপতি নীহাররঞ্জন শুক্লবৈদ্য বলেন,প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে এলাকার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর সন্ন্যাসী বাবার আশ্রমে দু’দিনের বার্ষিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।আর এতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে।তিনি উৎসবকে সফল করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।দু’দিনের উৎসবে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অনিলকুমার দাশ, দীনেন্দ্রচন্দ্র দাশ,মুকুন্দ চন্দ,বলেন্দ্র দাশ,দেবজিৎ দাশ সহ কমিটির সদস্যরা।