অনলাইন ডেস্ক : শিবরাত্রি উপলক্ষে ভূবন পাহাড়ে মহাদেবের পুজা সেরে বাড়ি পৌঁছার পথে এক ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেন ছয়জন।মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ-সুতারকান্দি ৩৭/১৫১ নম্বর জাতীয় সড়কের আকবরপুর জিপির দক্ষিণ সারংদেওপুর এলাকায়। একই পরিবারের চারজন সহ গুরুতর জখম হয়েছেন ছয়জন। আহতদের বাড়ি ফকিরবাজারের সুপ্রাকান্দি মালাকার পাড়ায়। বিজন মালাকার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিজন বর্তমানে শিলচর মেডিক্যাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । আহত বাকিরা করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন ফকিরবাজার সুপ্রাকান্দি গ্রামের,রোহিত মালাকার(৪৫),তাঁর স্ত্রী সোনালি মালাকার(৩৫),দুই মেয়ে সুনিয়া মালাকার(১৬),সংগীতা মালাকার(১২),প্রতিবেশী অলক মালাকার(২৮)এবং বিজন মালাকার। আহত গাড়ি চালক রোহিত মালাকার করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের সরকারি গাড়ি চালক হিসাবে কর্মরত। তিনি স্ত্রী ,এবং দুই কন্যা সন্তান সহ প্রতিবেশী কে নিয়ে ভুবন পাহাড়ে শিব পূজায় গিয়ে ছিলেন।