অনলাইন ডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে বিজেপির ‘দালাল’ বলে মন্তব্য করল এআইইউডিএফ। আদালতে বিচারাধীন একটি মামলার ব্যাপারে একজন রাজনৈতিক নেতা কীভাবে প্রকাশ্যে ঘোষণা দিতে পারেন? এমন প্রশ্ন তুলেছে এআইইউডিএফ। মূলত সোনাই বিধানসভা আসনে উপ নির্বাচন হবে বলে বুধবার শিলচরে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছিলেন ভূপেন বরা। এতেই চটেছে এআইইউডিএফ।
এনিয়ে তীব্র প্রতিক্রিয়ার ব্যক্ত করে দলের কাছাড় জেলা কমিটির সভাপতি সামিনুল হক বড়ভূইয়া বলেছেন, সোনাই বিধানসভা কেন্দ্র নিয়ে কংগ্রেসের মন্তব্য কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। বিচারাধীন বিষয়ে কথা বলা আইন বিরুদ্ধ। এটা কংগ্রেস নেতাদের জানা থাকা উচিত। সোনাইয়ে কোনও অবস্থাতেই উপ নির্বাচনের সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছেন এআইইউডিএফ নেতা সামিনুল। ভূপেন বরাকে বিজেপির এজেন্ট বলে আখ্যায়িত করে সামিনুল বলেন, বিজেপির কাছ থেকে টাকা নেন ভূপেন বরা। ভোট বিভাজনের মাধ্যমে বিজেপিকে সুবিধা করে দিতেই ভূপেন বরা এআইইউডিএফ এর সঙ্গে জোট করতে রাজি নন বলেও মন্তব্য করেছেন সামিনুল।
তিনি বলেন, মুসলিম জনসাধারণকে নিয়ে কংগ্রেসের কথা বলার কোনও অধিকার নেই। কংগ্রেস মুসলিমদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু মুসলিমদের জন্য কিছুই করেনি। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় জমির পাট্টা দিলে আজ মুসলিমরা উচ্ছেদের কবলে পড়তেন না রাজ্যজুড়ে। মুসলিমদের উন্নতিতে কংগ্রেসের কোনও সদিচ্ছা ছিল না। কংগ্রেসের আমলেই নেলির গণহত্যা সংঘটিত হয়েছে। ভয়াবহ বড়োল্যান্ড দাঙ্গা হয়েছে কংগ্রেসের সময়। এভাবে কংগ্রেসকে নানা অভিযোগে বিদ্ধ করেছেন তিনি।