অনলাইন ডেস্ক : ভুবন পাহাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তিন উগ্রপন্থী ক্যাডারের । রাতে পুলিশ ও উপন্থীদের মধ্যে সংগঠিত হয়। মঙ্গলবার বিকেলের দিকে পূর্ব ধলাইয়ের আমড়াঘাট মতিনগর সড়কের গঙ্গানগরে একটি টোটো গাড়ি থেকে তিন উগ্রপন্থী সদস্যকে পাকড়াও করেছিল কাছার পুলিশ । পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার তদন্ত করতে, পুলিশের হাতে পাকড়াও হওয়া ৩ উগ্রপন্থী সদস্যদের নিয়ে তদন্ত অভিযানে নামেন। রাতে তদন্ত চলাকালীন সময়ে ভুবন পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে অন্যান্য উগ্রপন্থীরা। পাল্টা গুলি চালায় পুলিশ ৷ ১ ঘন্টার চলে এই গুলির লড়াই।
দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলি লেগে মৃত্যু হয়েছে তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া গতকাল বিকালে পুলিশের হাতে ধরা পড়া তিন উগ্রপন্থী ক্যাডারের। জানা গেছে মৃত্যুর দিন উগ্রপন্থী ক্যাডারের মধ্যে দুইজন কাছাড় জেলার ও একজন মণিপুরের বাসিন্দা। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের কয়েকটি বাহন ।