অনলাইন ডেস্ক : মহা শিবরাত্রীকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে গত শুক্রবার থেকে শুরু হওয়া ভুবনমেলা রবিবার সন্ধ্যায় শেষে হয়েছে। দুই যুবকের মৃত্যুর ঘটনা ছাড়া, অন্য আর কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ভুবনমেলা। আবহাওয়া অনুকুল থাকায় এবার ভুবনতীর্থে পূর্ণ্যার্থীর ঢল নামতে দেখা গেছে। শুক্রবার থেকেই শিব ভক্তরা ভুবনবাবার পূজো দিতে পাহাড়ে উঠেন। এদিকে শনিবার চতুর্দশী তিথিতে শিবের পূজো দিতে ভুবনতীর্থে উপছে পড়েন ভক্তরা। শনিবার বিকেলে থেকে দীর্ঘ রাত অবধি পাহাড়ের চুড়ায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভক্তরা দেবাদিদেব মহা দেবের পূজো দিয়েছেন। শুক্রবার থেকে রবিবার বিকেল পর্যন্ত প্রায় ছয় লক্ষাধিক শিব ভক্ত ভুবনবাবার পূজো দিয়েছেন বলে জানান ভুবনতীর্থের রিসোর্স পার্সন তথা প্রাক্তন এডিসি বিসি নাথ। এদিকে ভুবনতীর্থে আসা পূর্ণ্যার্থীদের সেবার নিয়জিত থাকতে দেখা গেছে বিভিন্ন দল সংগঠনকে। পাহাড়ের চুড়ায় থাকা ভুবনবাবার মন্দিরে পূজো দিতে ভক্তদের সহায়তা করেন বিশ্বহিন্দু পরিষদ, দুর্গাবাহীনি ও অন্যান্য হিন্দু সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তারা দিনরাত কাজ করেছেন। এদিকে ভুবনবাবার পূজো দিয়ে নিছে নেমে আসা ভক্তদের মধ্যে পানীয় জল, খিচুড়ি, জল খাবার সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বণ্টন করেছেন বিভিন্ন সংগঠন।