অনলাইন ডেস্ক : এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হল কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীনে থাকা চন্দ্রনাথপুর এমই স্কুলে। স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করার মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয়। এরপর স্বামীজীর জীবনী নিয়ে এবং ভারতীয় সমাজ দর্শনে তাঁর অবদান নিয়ে শিক্ষকরা পড়ুয়াদের সঙ্গে এক মনোজ্ঞ আলোচনা করেন।
আলোচনা শেষ করে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চল জাতিঙ্গা নদীর তীরবর্তী সাবাজপুর কোয়ারিতে যান । পড়ুয়ারা শিশু শ্রমের উপর একটি পথনাটিকা কোয়ারিতে প্রদর্শন করেন। যার মূল উদ্দেশ্য ছিল যেসব ছাত্ররা স্কুলে যায় না কোয়ারিতে কাজে লেগে যায় সেই সব বাচ্চাদের স্কুলে ফিরিয়ে আনা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। নাটক শেষে শিক্ষক মেঘদূত সেন তার বক্তব্যে সরকার প্রদত্ত পড়ুয়াদের জন্য সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। শিক্ষক দেবাশীষ রায়ও তাঁর কথায় পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও শিক্ষক অভিজিৎ চৌধুরী, সাবাজপুর স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু দাসও তাদের অভিমত প্রকাশ করেন। সবশেষে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসম দত্তের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় না। শিক্ষক মৌসম দত্ত আশা ব্যক্ত করেন যে এই অনুষ্ঠান থেকে নদী তীরবর্তী ও বাগান অঞ্চলে সজাগতা বৃদ্ধি হবে।