অনলাইন ডেস্ক : বেঙ্গালুরু থেকে উদ্ধার করা হলো শিলচরের অপহৃতা নাবালিকাকে। সঙ্গে পাকড়াও করা হলো অভিযুক্ত যুবককে।
বছর ১৪র নাবালিকা ও বছর ২০-এর রায় পদবীর যুবক দুজনেই শিলচর আশ্রম রোড এলাকার বাসিন্দা। গত ৩ ফেব্রুয়ারি নাপাত্তা হয় দুজনে। এ নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে রিপোর্ট করা হয় পুলিশের কাছে। পুলিশ তদন্ত চালিয়ে বেঙ্গালুরুতে দুজন রয়েছে এ কথা জানার পর সেখানে গিয়ে উদ্ধার করে নাবালিকাকে। এবং যুবকটিকে গ্রেফতার করে নিয়ে আসে।