অনলাইন ডেস্ক : বিহাড়ায় লাইমস্টোনবাহী লরি আটকে লরিপ্রতি একহাজার টাকা করে দাবি করেছেন কতিপয় ব্যক্তি। কিছু ব্যবসায়ী এই অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য গত ২৪ফেব্রুয়ারি মেঘালয় থেকে বৈধ চালানে আসা দু‘টি লাইমস্টোনবাহী লরি বিহাড়া রেল ইয়ার্ডে যাওয়ার সময় বিহাড়াবাজারে লরি দু‘টি আটকে লরিপ্রতি একহাজার টাকা করে অর্থ দাবি করেন কতিপয় ব্যক্তি। অর্থ দাবির পাশাপাশি লরি চালকদের হেনস্তাও করা হয়। দেবু ঘোষদের বক্তব্য বৈধ চালান সত্বেও অর্থ দাবির ঘটনায় তারা হতবাক। তাই তারা প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন। এদিকে বিহাড়ার একাংশ সচেতন জনগণের বক্তব্য নিত্যদিন মেঘালয় থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অসংখ্য ওভারলোডেড লাইমস্টোনবাহী লরি বরাক উপত্যকায় ঢুকছে। এর ব্যতিক্রম নয় বিহাড়া রেলইয়ার্ডও।বর্তমানে শিলচর-জয়ন্তীয়া সড়কের খাম্বারবাজার থেকে বিহাড়া পুলিশ আউটপোস্ট পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত শোচনীয় । এই সড়কদিয়ে চলাফেরা করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার জনগণ।