অনলাইন ডেস্ক : “না বানাবো বাড়ি, না কিনবো গাড়ি, না করবো বিয়ে”-বৃহস্পতিবার ধলাই উপনির্বাচনের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করার পর প্রকাশ্যে এই ঘোষণা করেন অমলেন্দু দাস।
একসময় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ঘনিষ্ঠ হিসেবে এই পরিচিত ছিলেন অমলেন্দু। তবে বর্তমানে পরিমল বাবু থেকে তিনি অনেকটাই দূরে। কথায় কথায় বিষোদগার করেন পরিমল বাবু সম্পর্কে। এদিন মনোনয়নপত্র পেশ করার পর স্পষ্ট ভাষায় বলেন, অমিয় কান্তি দাসকে বিজেপির টিকিট থেকে
বঞ্চিত করেছেন পরিমল শুক্লবৈদ্য। যা মোটেই ঠিক হয়নি, অমিয় বাবু খুবই ভালো লোক। অমিয়বাবুকে ভালো লোক বললেও নির্বাচনে তার সঙ্গে কোনও বোঝাপড়ার কথা অস্বীকার করেন তিনি। তার কথায় ধলাইয়ে স্বচ্ছ বাতাবরণ ফিরিয়ে আনতে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। জয়ী হচ্ছেন বলেও জোর গলায় দাবী করে বলেন, নির্বাচনে বিজেপি কোনও প্রভাব ফেলতে পারবে না। এরপর বলেন অন্যান্যদের মতো নির্বাচিত হলে তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার রাস্তায় যাবেন না। বাড়ি বানানো এবং গাড়ি ক্রয় তো দূর বিয়েও করতে যাবেন না তিনি। আর নির্বাচনের ফল যাই হোক, সব সময় থাকবেন মানুষের পাশে।