অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক । হতভাগ্য যুবকের নাম স্কটপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিকিয়াশনের ছেলে বিধান রিকিয়াশন (২৩) । ঘটনাটি সংগঠিত হয় উধারবন্দ থানার অন্তর্গত মাঝারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দূর্গানগর চা বাগানের ধূপঘরের পাশে । জানা যায়, মন্টু রিকিয়াসনের পুত্র বিধানের বিয়ে হয়েছিল এবছরের ছয় মার্চ । থাইলু চা বাগানে তাঁর শশুর বাড়ি থেকে বাড়ির উদ্দেশে ফেরার পথে বাইকের নিয়ন্ত্রথেকে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বিধানের বাবা মন্টু রিকিয়াশন । বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিধান রিকিয়াশনকে বাইকের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক কর্তব্য করার পর মেডিক্যাল কলেজে পাঠানো হয় মরদেহ। বিধানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।