অনলাইন ডেস্ক : বিজেপি বড়খলা মন্ডলের সভাপতি করা হলো পিনাক দাস কে। সোমবার দলের রাজ্য সভাপতি ভবেশ কলিতার অনুমোদনক্রমে এই মর্মে নির্দেশ জারি করেছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দিপ্লু রঞ্জন শর্মা।
প্রসঙ্গত এর আগে গত ২ ডিসেম্বর এক নির্দেশে শর্মা কাছাড়ের ১৩টি মন্ডলের সভাপতিদের
নামের তালিকা চূড়ান্ত করে নির্দেশ জারি করেছিলেন। এরপর এদিন বড়খলা মন্ডলের সভাপতি হিসেবে পিনাক দাসকে নিযুক্তি দিয়ে নির্দেশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত বড়খলা মন্ডলের সভাপতি পদে ছিলেন অরিন্দম নাথ। সাম্প্রতিক কালে দলের জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। এরপর জেলা কমিটি থেকে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় রাজ্য কমিটির কাছে। এর জেরেই এবার অরিন্দমকে সরিয়ে দেওয়া হল বলে অনুমান করা হচ্ছে।
জেলায় বিজেপি নেতৃত্ব বিভিন্ন মন্ডল পুনর্বিন্যাসের পর মোট ২৩ টি মন্ডল গঠন করেন। দলীয় এক সূত্র জানান, এর মধ্যে ১৪ টি মন্ডলের সভাপতিদের নতুন করে নিযুক্তি দেওয়ার জন্য রাজ্য কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। এরপর ২ ডিসেম্বর ১৩টি মন্ডলের সভাপতির নামের তালিকা পাঠানো হয় রাজ্য কমিটি থেকে। এরমধ্যে কয়েকজন নতুন, আর কিছু কিছু মণ্ডলে আগের সভাপতিদেরই বহাল রাখা হয়েছে। ২ ডিসেম্বর ১৩ মন্ডলের সভাপতিদের নামের তালিকা
পাঠানো হলেও স্থগিত রাখা হয়েছিল বড়খলা মন্ডলের ব্যাপারটা। এদিন এই মন্ডলের সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হল পিনাককে। পিনাক বড়খলা মন্ডলের আগের কমিটিতে ছিলেন সাধারণ সম্পাদক পদে।