অনলাইন ডেস্ক : তথ্য গোপন রাখার দায়ে আটক হাইলাকান্দির দুই আইনজীবী। হাইলাকান্দি বারের দুই আইনজীবী আব্দুল হক লস্কর (৫৭) এবং ফারুক আহামেদ লস্কর (৫২)-কে মঙ্গলবার রাতে আটক করে হাইলাকান্দি পুলিশ। এর মধ্যে একজন আদালতের নোটারি পদে কর্মরত। তবে অবশ্য বুধবার বিকেলে পিআর বণ্ডে উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ হাইলাকান্দির একটি পরিবারে বাল্য বিবাহের আয়োজন হয়েছিল। ওই সময় হাইলাকান্দি বারের নোটারি তথা আইনজীবী আব্দুল হক লস্কর ও আইনজীবী ফারুক আহমেদ লস্করের শরণাপন্ন হন ওই পরিবার। দুই আইনজীবী মেরেজ এগ্রিমেন্ট এফিডিফিটে ভুল করে বিয়ের বয়স কম দেখিয়েছিলেন বলে তাদের বিরুদ্ধে উঠে অভিযোগ। অর্থাৎ আমাদের দেশে বিয়ের বয়স আঠারো হলেও এই দুই আইনজীবী কার্যত মেরেজ এগ্রিমেন্ট এফিডিফিটে বিয়ের বয়স গোপন রেখেছিলেন বলে অভিযোগ। পরে বিষয়টি নিয়ে স্থানীয় সংগঠন অসম রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার আয়োগের কার্যালয়ে অভিযোগ জানায়। আর ওই সংগঠনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে রাজ্য সরকারের ওই স্বশাসিত বিে সংস্থা। পরে এএসসিপিসিআর থেকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি লেখা হয় হাইলাকান্দির জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে। এখানেই শেষ নয়। জানুয়ারির শুরুতে সপার্ষদ এএসসিপিসিআর টিম হাইলাকান্দি সফরে এলে এখানকার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে হাইলাকান্দির জেলা শিশু সুরক্ষা ইউনিট কার্যালয় থেকে। পরে গুয়াহাটিতে গিয়ে এএসসিপিসিআর সদস্য অজয় কুমার দত্ত হাইলাকান্দি জেলার পুলিশসুপারকে একটি চিঠি (নম্বর-এএসসিপিসিআর (সি) যা ৭২/২০২২/১৫, তারিখ ১৭/০১/২৩) দিয়ে ২০০৫ সালের বাল্য বিবাহ পি লঙ্ঘনের (প্রোহিবিশন অব চাইল্ড মেরেজ অ্যাক্ট ২০০৫) দায়ে দুই আইনজীবী ি যথাক্রমে আব্দুল হক লস্কর ও ফারুক আহমেদ লস্করের বিরুদ্ধে মামলা দায়ের বলেন। এএসসিপিসিআর সদস্যের চিঠি হাতে পেয়েই রীতিমতো নড়েচড়ে বসেন হাইলাকান্দি পুলিশসুপার। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সদর থানায়। মামলা নম্বর – ৩১৩/২৩। ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০বি/৪৬৮/৪২০। আর/ ডব্লু ৯,১০,১১ পিসিএম অ্যাক্ট/০৬। আর মামলার প্রেক্ষিতে আইনজীবী ফারুক আহমেদ লস্কর (৫২) এবং আব্দুল হক লস্কর (৫৭)-কে মঙ্গলবার গ্রেফতার করে সদর থানার পুলিশ। এই দুই আইনজীবীর মধ্যে আব্দুল হক লস্কর হাইলাকান্দি আদালতের নোটারি পদে কর্মরত। বুধবার দিনভর উভয়কেই টানা জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। তবে একটি সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলেই উভয় আইনজীবীকে পিআর বণ্ডে জামিন দেওয়া হয়েছে। আইনজীবী ফারুক আহমেদ লস্করের বাড়ি হাইলাকান্দি সদর থানাধীন শহরের উপকণ্ঠের ভাটিরকোপায় এবং আইনজীবী তথা নোটারি আব্দুল হক লস্করের বাড়ি লালা থানার অধীন রাজ্যেশ্বরপুর সপ্তম খণ্ড গ্রামে। তবে তথ্য গোপন রেখে এভাবে বাল্য বিবাহে সায় দিয়ে দুই আইনজীবী গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।