অনলাইন ডেস্ক : বিদেশের দল। আইপিএল বৈকি জাতীয় দলের প্রাক্তন তারকা। প্রাইজমানিতে বৃদ্ধি। হ্যাঁ, অতিরিক্ত চমক নিয়েই ক্রিকেটপ্রেমীদের পাতে হাজির বরাক প্রিমিয়ার লিগ ( বিপিএল )। আগামী ৬ ফেব্রুয়ারী শুরু হচ্ছে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের এই মেগা ইভেন্ট। আর ফ্লাডলাইটে ফাইনাল হবে ১২ ফেব্রুয়ারী।
ষষ্ঠ সংস্করণে পা রাখতে চলা বিপিএল এক আলাদা ট্রেন্ড সেট করে ফেলেছে শুধু শিলচর নয়, গোটা দক্ষিণ অসম অঞ্চলে। জাঁকজমকের বিচারে রাজ্যের হাতেগোনা কয়েকটা আসরের একটি হয়ে উঠেছে এই অর্থকরী প্রতিযোগিতা। এবারও মনোরঞ্জনের কিছু ‘বোনাস ‘ নিয়ে আসছে বিপিএল। চমকে দেওয়ার মত তথ্য হল, এবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটি দল খেলবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, রাজ্যের অন্য একটা আসরে খেলার পর বিপিএলে পাড়ি জমাবে বাংলাদেশের দলটি। বিপিএলের এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের দল সহ খেলবে মোট ১৩ টি দল। আসর মাতাতে দেখা যাবে মুনলাইট সোনাই, ব্লু হিলস ডিমা হাসাও, দুধপাতিল ড্রাগন, বরাক বুলেটিন স্ট্রাইকার্স, ইলেভেন চ্যালেঞ্জর্স হাইলাকান্দি, ফ্রেন্ডস ফরেবার হাইলাকান্দি, নোবোটিয়াস শিলচর, বাংলাদেশ টাইগার্স, উধারবন্দ ট্রান্সফরমার, হাইলাকান্দি সিআরএসি গ্ল্যাডিয়েটর্স, শিলচর লায়ন্স, আরশীন ব্লশম কাটিগড়া এবং বদরপুর রয়্যালসকে।
ত্রিপুরা, দিল্লী, কলকাতা সহ রাজ্যের বাঘা বাঘা ক্রিকেটারকে বিপিএলে নিজেদের প্রতিভার ছাপ ফেলতে দেখা গেছে। এবার এই তালিকায় সংযোজিত হতে দেখা যাবে আরও একটি নামের। সব ঠিকঠাক থাকলে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়েল চালেঞ্জর্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্বকারী জাতীয় দলের প্রাক্তন তারকা সৌরভ তেওয়ারি বিপিএলের এই মরশুম মাতাতে পারেন। দলের নাম খোলসা না করলেও সৌরভ এবারের বিপিএলে সুবাস ছড়াতে পারেন বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন আয়োজকরা।
এই বছরের বিপিএলে বাড়ানো হয়েছে চ্যাম্পিয়নের প্রাইজমানি। এবার বিজয়ী দলকে ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। গত মরশুমে সেটা ছিল আশি হাজার টাকা। রানার্স দল পাবে পঞ্চাশ হাজার টাকা। এছাড়াও রয়েছে কিছু আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কারও।
বুধবারের সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, শিলচরের ক্রীড়াপ্রেমীদের জন্য একটা ট্রেন্ড সেট করে ফেলেছে বিপিএল। সবাই এই আসর উপভোগের জন্য সারা বছর অপেক্ষায় থাকে। প্রতিযোগিতা আয়োজনের জন্য শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ড. প্রিয়াঙ্কা দেব, রামানুজ গুপ্ত, বাবুল হোড় সহ ওএনজিসি। রামানুজ গুপ্ত বলেন, বাংলাদেশের দল আসবে জেনে ভালোই লাগছে। ক্রিকেটের আঙ্গিকে এবার আন্তর্জাতিক খ্যাতি পাবে শিলচর। ড. প্রিয়াঙ্কা দেবের বাবা প্রয়াত পঙ্কজ কুমার দেবের নামে এবারও আসর উৎসর্গিত করা হয়েছে। তিনি বিপিএলের থ্রিল এবং জাঁকজমকের ভূয়সী প্রশংসা করেন। ওএনজিসির পক্ষ থেকে জয়ন্ত কুমার বলেন, শিলচরে খেলাধুলার উন্নতিই তাদের মূল লক্ষ্য। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলার সঙ্গেও ওএন জি সি নিজেদের জড়িয়ে নেবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সচিব নিরঞ্জন দাস, অনিরুদ্ধ লস্কর, হিমাদ্রিশেখর দাস, তথাগত দেবরায়, দেবু পাল প্রমুখ।