অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস ) পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টে চ্যাম্পিয়নের শিরোপা পেল মলিন শর্মা খবর হিরোজ। রবিবার এস এম দেব স্টেডিয়ামে তারা ছয় উইকেটে হারায় করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্সকে।
ফ্লাডলাইটে ফাইনালকে ঘিরে মিডিয়া কর্মী সহ শিলচরে আলাদা ক্রেজ ছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এস এম দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় করিমগঞ্জ। শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে তাদের ইনিংস। পর পর ফেরেন রাহুল দাস (১০), সৌরভ চক্রবর্তী (৪), নবেন্দু মালাকার (২), সুমিত চন্দ (১), আমিরুল হক সিদ্দিকী (৪)। তবে অপর প্রান্ত থেকে লড়াই চালিয়ে যেতে থাকেন হুমায়ুন কবির (৭৫)। পাল্টা মার দিয়ে দলকে একটা লড়ার মত অবস্থানে নিয়ে যান হুমায়ুন। ৭৫ রান করার পথে ছয়টি চার এবং সাতটি বিশাল ছয় হাঁকান হুমায়ুন। করিমগঞ্জ সব উইকেট হারিয়ে ১২২ রান করে। অভিজিৎ দেব, অনির্বান রায়চৌধুরী, রাজু নাথ, অজিত দাস দুটি করে উইকেট পান। একটি উইকেট যায় আহাদুল আহমেদের দখলে।
জবাবে খেলতে নেমে দুই ওপেনার ভোলা নাথ (২০) এবং নিরুপম দাস (২৬) প্রথম উইকেটে ৫৩ রান যোগ করে খবর হিরোজের খেতাব জয়ের পথ প্রশস্ত করে দেন। দলের বাকি কাজটা সারেন অভিজিৎ (১৩), অনির্বান (১৩), বিশাল দাস (২৩) এবং আহাদুল আহমেদ (১০)। ১৬.৫ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মলিন শর্মা খবর হিরোজ। অভিজিৎ পাল দুই, কবির এবং রাহুল পান একটি করে উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বান।
ইনিংস বিরতির মধ্যেই ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করে দলছুট, তরুণ সংঘ এবং বিক্রম বাউলিয়া। এছাড়াও এই সময়টাতে প্রত্যেক দলের হাতে বাকসের তরফ থেকে স্মারক তুলে দেওয়া হয়। ফাইনাল শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই এপেক্স কাউন্সিলের সদস্য মো খাইরুল জামান মজুমদার মামন। ব্লেজার দিয়ে তাঁকে বিশেষ সম্মান জানায় বাকস। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে ক্রীড়া সাংবাদিকদের পাশাপাশি বরাকের ক্রিকেটের উন্নয়নে সচেষ্ট হবেন বলে জানান মামন। এছাড়াও বাকসের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা ক্রীড়া সংস্থা, জয় বড়দিয়া, সাউথ সিটি হাসপাতাল, চন্দন শর্মা, শঙ্কর দাস, পুলিশ প্রশাসনকে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ সভাপতি ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য এবং সাউথ সিটি হাসপাতালের পক্ষ থেকে নীলাভ মজুমদার (মৃদুল ) পুরস্কার গ্রহণ করেন। পুলিশ প্রশাসনের বাকস স্মারক গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) কল্যাণ কুমার দাস।
আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান রাহুল দাস। সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডারের পুরস্কার পান যথাক্রমে রাজু নাথ, হুমায়ুন কবির, বিশাল দাস। সেরা এন্টারটেইনার খেলোয়াড়ের পুরস্কার পান খাইরুল আলম। শৃঙ্খলাপরায়ণ দলের পুরস্কার গেছে মলিন শর্মা খবর হিরোজের দখলে। সবশেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাকসের উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী, নিলয় পাল, রূদ্রনারায়ণ গুপ্ত সহ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক পার্থ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সমর রায়, তারাশঙ্কর দাস, শান্তশ্রী সোম, রিতেন ভট্টাচার্য, রবি হাজাম, ডাঃ তনুশ্রী দেব গুপ্ত, নীলাক্ষ চৌধুরী, স্পনসর গোষ্ঠীর পক্ষে সাজার হোসেন, জাকারিয়া তালুকদার, শবনম আখতার, বর্ণালী দত্ত প্রমুখ।