অনলাইন ডেস্ক : বাইকের ধাক্কায় গুরুতর জখম সুজিত দে পাঁচদিনের মাথায় সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছিল শিলচর-আইজল জাতীয় সড়কের পানিভরা কাটাখালে। গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। ট্যাঙ্কার চালক সুজিত দে গাড়ি রেখে মামার বাড়িতে যান। পরে মামার বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় দ্রুতগামী এক বাইকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অবস্থা গুরুতর থাকায় তৎক্ষণাৎ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।চিকিৎসকদের অক্লান্ত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন সুজিত দে (২১)। তার মূল বাড়ি নীলছড়াতে। ঘরের একমাত্র উপার্জনকারী ছিলেন সুজিত। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন বাবা, দুই ভাই, এক বোন।