অনলাইন ডেস্ক : আগামী ১৯শে মে ভাষা শহীদ দিবস। ১৯৬১ সালে বাংলাভাষা রক্ষায় শিলচরে প্রাণ বিসর্জন দেওয়া একাদশ শহীদের স্মৃতিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন। আর এই শিলচরেরই এক স্কুলে কিনা বাংলা ভাষায় কথা বলার জন্য জরিমানা করা হলো পড়ুয়াকে।
শহর সংলগ্ন রংপুর এলাকার প্যারামাউন্ট ইংলিশ স্কুলের এমন ঘটনা ঘটেছে বলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে, সোমবার ১৫ মে স্কুলের নোট খাতায় কর্তৃপক্ষের তরফে অভিভাবকের উদ্দেশ্যে লিখিত বার্তায় জানানো হয়েছে,-স্কুল চত্বরে বাংলায় কথা বলা নিষিদ্ধ। কিন্তু তার সন্তান স্কুল চত্বরে বাংলায় কথা বলায় তাকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
১৯মে-র প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই উপত্যকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। বলা হচ্ছে, একাদশ শহীদের আত্মবলিদানের শহরে এমন সাহস কোথা থেকে পেলেন কর্তৃপক্ষ।
যদিও স্কুলের সঞ্চালক সুধাংশু দাসকে এনিয়ে জিজ্ঞেস করলে তিনি জরিমানা করার কথা অস্বীকার করেন। বলেন, স্কুলে কোনও পড়ুয়া ইংরেজি ভিন্ন অন্য ভাষায় কথা বললে তাকে শাসানো হয় থাকে। জরিমানা করার প্রশ্ন উঠে না। নোটখাতার যে ছবি ভাইরাল হয়েছে, এ নিয়ে তার কিছু জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।
শহর সংলগ্ন রংপুর এলাকার প্যারামাউন্ট ইংলিশ স্কুলের এমন ঘটনা ঘটেছে বলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে, সোমবার ১৫ মে স্কুলের নোট খাতায় কর্তৃপক্ষের তরফে অভিভাবকের উদ্দেশ্যে লিখিত বার্তায় জানানো হয়েছে,-স্কুল চত্বরে বাংলায় কথা বলা নিষিদ্ধ। কিন্তু তার সন্তান স্কুল চত্বরে বাংলায় কথা বলায় তাকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
১৯মে-র প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই উপত্যকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। বলা হচ্ছে, একাদশ শহীদের আত্মবলিদানের শহরে এমন সাহস কোথা থেকে পেলেন কর্তৃপক্ষ।
যদিও স্কুলের সঞ্চালক সুধাংশু দাসকে এনিয়ে জিজ্ঞেস করলে তিনি জরিমানা করার কথা অস্বীকার করেন। বলেন, স্কুলে কোনও পড়ুয়া ইংরেজি ভিন্ন অন্য ভাষায় কথা বললে তাকে শাসানো হয় থাকে। জরিমানা করার প্রশ্ন উঠে না। নোটখাতার যে ছবি ভাইরাল হয়েছে, এ নিয়ে তার কিছু জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।