অনলাইন ডেস্ক : বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে সমগ্র ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার রেশ অসমেও স্পষ্ট। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং ইস্কন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মঙ্গলবার হাইলাকান্দি জেলায় সাব্যস্ত হয় ব্যাপক প্রতিবাদ। মঙ্গলবার সন্ধ্যায় ‘বাঙালী পরিষদ আসাম’ এর হাইলাকান্দি জেলা কমিটির নেতৃত্বে হাইলাকান্দি শহরে একটি বিশাল প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়। হাতে হাতে মশাল নিয়ে মিছিলে বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি হাইলাকান্দি শহর এবং জেলার বিভিন্ন গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় ব্যবসায়ীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রায় দুই ঘণ্টার জন্য তাদের দোকানপাট বন্ধ রাখেন।প্রতিবাদী মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা এই নির্যাতন বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তুলেছেন। এই প্রসঙ্গে রাষ্ট্র সংঘের কাছেও একটি স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। প্রতিবাদকারীদের দাবী, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জীবন নিরাপদ নয়। তারা বাংলাদেশ সরকারকে এই ধরনের নির্যাতন বন্ধ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দিতে এই প্রতিবাদ কর্মসূচি স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থন পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠে। এতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে সচেতনতা বৃদ্ধির বার্তাও দেওয়া হয়েছে।