অনলাইন ডেস্ক : একরাতের ব্যবধানে বাংলাদেশে ঝালকাটিতে লরির চাপায় সড়কে ঝরলো ১৪ প্রাণ। ফরিদপুরে ১৪ জনের মৃত্যু রেশ কাটতে না কাটতেই ঝালকাঠিতে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানায় টোল প্লাজায় অপেক্ষমান প্রাইভেটকার ও অটোরিকশাকে একটি লরি চাপায় ১৪জনের মৃত্যু ঘটেছে। সিমেন্টবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় থাকা কয়েকটি গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে ১২ জন নিহত এবং পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১২ জন। বাংলাদেশের বরিশালের পাশে ঝালকাটির গাবখান টোলপ্লাজার ঘটনা। বুধবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনা। ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক জানায়, গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে ঘটনাস্থলে পথচারীসহ নিহত হন ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়। এদের মধ্যে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুরে চাপায় ১৪জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠি জেলার প্রশাসক ফারহা গুল নিঝুম জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ তরফে নিহতদের পরিবারকে ৫ লক্ষ,পঙ্গুত্ববরণকারীদের ৩ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে।