অনলাইন ডেস্ক : পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে বরাক ভ্যালী ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বার্ষিক উপত্যকা ভিত্তিক প্রতিযোগিতার সমাপন হল রবিবার সন্ধ্যায়।সংস্থার সভাপতি আশুতোষ রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত , ডি এস এ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড় , ক্রীড়া প্রেমী প্রণয় বনিক প্রমুখ। এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন শর্মা, পার্থপ্রতিম ঘোষ , শঙ্কর দাস, অতনু চৌধুরী , সুজন দত্ত গনেশ ভদ্র, হিরণ্ময় দাস প্রমুখ।
এরআগে অনূর্ধ্ব ১৩ পুস্পারাণী দাস মেমোরিয়াল বালক বিভাগের সিংগলসে চ্যাম্পিয়ন হয় রিশু সিনহা। ফাইনালে তিনি হারালেন রিতুরাজ দে-কে। ফল ১৫-১০, ১৫-১২। একই বয়সের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হলেন এইচ স্নেহা সিংহ। তিনি ১৫-৮,১৫-৭ ফলে হারালেন আবিদা সাহাকে। তারা পেলেন গৌরী পাল স্মৃতি ট্রফি।
হীরালাল শর্মা স্মৃতি ট্রফি মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন কে সোনাক্ষী সিংহ। ফাইনালে তিনি হারালেন রুদ্রাণী সুরকে। ফল ২১-৯, ২১-৯।
অনূর্ধ্ব ১৬ যতীন্দ্রলাল দাস ও পুস্পারাণী দাস স্মৃতি বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হন এন স্টিভেন রাজ ও বীর সিনহা। টান টান উত্তেজনাময় লড়াইয়ে জয়ী হলেন স্টিভেন রাজ। ফল : ১৫-১০, ১৫-১১।
যতীন্দ্রবিজয় হোড় স্মৃতি পুরুষ ডাবলসের ফাইনালে অমরজ্যোতি সিনহা, অর্ণব নাথ জুড়ি মুখোমুখি হলেন
বনিপ সিনহা-প্রবীণ কুমারের বিপক্ষে। প্রবল লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হলেন অমরজ্যোতি সিনহা, অর্ণব নাথ জুড়ি । স্কোর : ২১-১৮, ১৫-২১,২১-১৫।
প্রহ্লাদচন্দ্র ঘোষ (শেফাল)স্মৃতি পুরুষ সিংগলসের ফাইনালে মুখোমুখি হন অলক সিনহা ও বনিপ সিনহা। বেশ উপভোগ্য ম্যাচে জয়ী হলেন অলক সিনহা। ফল ২১-৫, ১৭-২১,২১-১৪। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন অলক। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে কল্যাণ কুমার চৌধুরী ও নীলিমা চৌধুরী স্মৃতি পুরস্কার তুলে দেন প্রণয় বনিক ও অতনু চৌধুরী।