অনলাইন ডেস্ক : বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের অন্য বেশ কয়েকটি জেলায় ভূগর্ভস্থ জলে রয়েছে মানবদেহের পক্ষে ক্ষতিকর মাত্রাধিক আর্সেনিক ও ফ্লোরাইড। এ নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
বরাকের তিন জেলা সহ রাজ্যের ২১ টি জেলায় ভূগর্ভস্থ জলে মাত্রাধিক আর্সেনিক রয়েছে । একইভাবে উপত্যকার তিন জেলা সহ রাজ্যের ১৭ টি জেলায় ভূগর্ভস্থ জলে রয়েছে মাত্রাধিক ফ্লোরাইড। এই তথ্য পেয়ে গ্রীন ট্রাইবুনাল স্বকীয়ভাবে এক মামলা নথিভুক্ত করেছে। গত ২৭ ডিসেম্বর দিল্লিতে ট্রাইবুনালের বেঞ্চে এই মামলার শুনানির পর এ নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশে জারি করা হয়েছে নোটিশ। এতে মুখ্য সচিবকে এক মাসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অসম সরকার ছাড়াও ট্রাইব্যুনাল একই কারণে ইতিমধ্যে দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারকেও নোটিশ পাঠিয়েছে।
প্রসঙ্গত যে প্রতিবেদনের ভিত্তিতে ট্রাইবুনাল মামলা নথিভুক্ত করেছে এতে এ রাজ্যে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ, এবং হাইলাকান্দি সহ বাক্সা, বরপেটা, বঙ্গাইগাও, বিশ্বনাথ, দরং, ধেমাজি, ডিব্রুগড়, ধুবড়ি, গোয়ালপাড়া, গোলাঘাট, যোরহাট, কামরূপ, লক্ষিমপুর, মরিগাও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর এবং শোনিতপুর-এই ২১ টি জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিকের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এসব জেলায় প্রতি লিটারে ০’০১ মিলিগ্রাম থেকেও বেশি পরিমাণ আর্সেনিক রয়েছে। একইভাবে প্রতিবেদনে উপত্যকার তিন জেলা সহ বঙ্গাইগাও, ধুবড়ী,ডিব্রুগড়, গোয়ালপাড়া, কামরূপ, কার্বি আংলং, লক্ষিমপুর, নগাও, গোলাঘাট, শিবসাগর, যোরহাট, শোনিতপুর, মরিগাও এবং দরং-এই ১৭ জেলায় ভূগর্ভস্থ জলে ফ্লোরাইডের উপস্থিতি ধরা পড়েছে বলেও উল্লেখ করা হয়েছে ।
বিশেষজ্ঞদের অভিমত, দীর্ঘদিন ধরে আর্সেনিক ও ফ্লোরাইডযুক্ত জল পানের দরুন মানবদেহে বিরাট ক্ষতিকারক প্রভাব পড়ে। এর দরুনই এনিয়ে তথ্য লাভের পর মামলা নথিভুক্ত করেছে গ্রীন ট্রাইবুনাল।