অনলাইন ডেস্ক : যোরহাট জেলার মরিয়ানির অসম নাগালেন্ড সীমান্তে নাগা দুষ্কৃতিকারীর গুলীচালনা। বনকৰ্মীদের লক্ষ্য করে গুলীচালনা করে নাগা দুষ্কৃতিকারীরা ৷ ঘটনাকে কেন্দ্ৰ করে সমগ্র অঞ্চলটিতে সৃষ্টি হৈছে উত্তপ্ত পরিস্থিতির ৷ দিসৈ ভ্যালি সংরক্ষিত বনাঞ্চলে বন ধ্বংস করতে থাকার সময় নাগা দুষ্কৃতিকারীদের বাধা দেওয়ার অসমের এই সংরক্ষিত বনাঞ্চলে উপস্থিত হয়েছিল বন বিভাগের একটি দল ৷ নাগা বেদখলকারীরা তখনই বনবিভাগের কর্মীদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালনা করে। সৌভাগ্যক্ৰমে কোনও হতাহত হওয়ার ঘটনা সংগঠিত হয় নি। রক্ষা পায় বনকৰ্মীর দলটি ৷ ঘটনাস্থলে সংবাদ সংগ্ৰহ করতে যাওয়া সংবাদকৰ্মীর একটি দল উপস্থিত আছিল এই ঘটনা সংগঠিত হওয়ার সময় ৷ বৰ্তমানেও ওই সংরক্ষিত বনাঞ্চলে শতাধিক অস্ত্ৰধারী নাগা দুষ্কৃতিকারী দল উপস্থিত আছে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ অন্যদিকে নাগা দুষ্কৃতিকারীর এই আক্ৰমণের প্ৰত্যুত্তর দিতে ঘটনাস্থলে পুলিশের একটি বৃহৎ দল উপস্থিত হয়েছে। যে কোন ও সময় অসম-নাগালেন্ড সীমান্তে সৃষ্টি হতে পারে অপ্ৰীতিকর পরিস্থিতি ৷ উল্লেখ্য মঙলবার রাতে নাগা দুষ্কৃতিকারী দলে অসমের দিসৈ ভ্যালি সংরক্ষিত বনাঞ্চলের বহু বিঘা বনভূমিতে অগ্নিসংযোগ করে ধ্বংস করে দেয়।