অনলাইন ডেস্ক : কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি স্নাতকের ছাত্রী জাহিদা বেগমের। বাড়ির পাশেই রাস্তায় বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু ঘটল এই ছাত্রীর। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। খাইরুন্নেছা উইমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম। খবরে প্রকাশ, সকালে হাসানপুরের বাসিন্দা সুহেল আহমেদের দুই মেয়ে বদরপুর শ্রীগৌরিতে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। জাহিদা ছিলেন সামনে আর পেছনে ছিল ছোট বোন। বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরই এ ঘটনাটি। বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদার। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।