অনলাইন ডেস্ক : এবার দুর্নীতি নিবারণ শাখা অভিযান চালাল বদরপুরে।
ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বদরপুর সার্কল অফিসের লটমণ্ডল জয়সাব হোসেন লস্কর। লটমন্ডল জয়সাব হোসেন লস্কর ঘুষ নিয়ে নামজারির কাগজ বানিয়ে দিচ্ছেন এই খবর পেয়ে সোমবার রাজ্যের দুর্নীতি নিবারণ শাখার কর্মীরা বদরপুর সার্কুল অফিসে হানা দিয়ে অর্থ লেনদেনের সময় হাতে নাতে গ্রেফতার করেন তাঁকে। চলে টানা জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ শেষে লস্কর কে নিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা দেন দুর্নীতি নির্বাচন শাখার পদস্থ আধিকারিকরা।
তাকে হাতেনাতে ধরার পর নিরপেক্ষতা বজায় রাখার জন্য একজন ব্যাংকে কর্মচারীকে ডেকে নেওয়া হয়। এই ব্যাংক কর্মচারীর সামনেই তার কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করেন আধিকারিকরা। উল্লেখ্য জমির নাম জারি করার জন্য ঘোড়ামারা এলাকার জনৈক ব্যক্তি বেশ কিছুদিন ধরে লটমণ্ডল জয়সাব হোসেন লস্করের সঙ্গে যোগাযোগ করছিলেন। কিন্তু অর্থ ছাড়া কাজ হচ্ছিল না। ঘোড়ামারার ওই ব্যক্তি তার পিতার বিক্রি করে দেওয়া জায়গা তার নামে নামজারি করার জন্য লট মন্ডল জয়সাব হোসেন লস্করের দ্বারস্থ হন । জয়সাব হোসেন টাকা পেলে কাজটি করে দেবেন বলে তার সঙ্গে রফা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না উল্টে ধরা পড়লেন দুর্নীতি নিবারণ শাখার হাতে। এই ঘটনায় বদরপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় । বিগত দিনের কিছু ঘটনার দিকে লক্ষ্য রেখে পরিস্থিতি যাতে অন্য মোড় না নেয় সেজন্য সার্কুল অফিস কার্যালয় পুলিশের সঙ্গে সিআরপি মোতায়েন করা হয়েছিল।