অনলাইন ডেস্ক : রেলশহর বদরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল বদরপুর স্টেশন রোড। রোডটি বদরপুর চৌমাথার দক্ষিণ দিকে অগ্রসর হয়ে হনুমান মন্দির পর্যন্ত গিয়ে তারপর সেখান থেকে সোজা পশ্চিম দিকে গিয়ে রেলস্টেশনে পৌঁছেছে। গত কয়েকদিন আগে বদরপুর পুলিশ প্রশাসনের নেতৃত্বে স্টেশন রোডের হনুমান মন্দির পর্যন্ত দু’পাশে থাকা অবৈধ দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। কিন্তু হনুমান মন্দির থেকে স্টেশন পর্যন্ত রাস্তার যে ভয়ংকর অবস্থা তাতে প্রথম অবস্থায় দেখা যায় হনুমান মন্দির থেকে ১০ মিটার পশ্চিম দিকে প্রতিদিন রাস্তার দু’পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করা থাকে। তার একটু সামনে গেলে দেখা যায় প্রায় সময় রাস্তার উপর অবৈধভাবে বালু-পাথর ইত্যাদি রাখা থাকে।রাস্তার প্রায় অর্ধেক অংশ জুড়ে থাকে এই বালু-পাথর। যখন ট্রেন আসে তখন যাত্রীবাহী গাড়িগুলি যাওয়া-আসা করতে বিরাট সমস্যার সৃষ্টি হয়। এর মূল কারণ হচ্ছে এই বালু-পাথর ও অবৈধ পার্কিং। এই রাস্তা দিয়ে কয়েকশো ছাত্রছাত্রীকে যাওয়া আসা করতে হয়।অবৈধভাবে গাড়ি পার্কিং না করা ও সড়কের ওপর যাতে এসব সামগ্রী না রাখা হয় সে ব্যাপারে স্থানীয় জনগণ বদরপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।