অনলাইন ডেস্ক : অবশেষেসুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধী। ‘মোদি’ পদবি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সঙ্গে তাঁর সাংসদ পদও খারিজ হয়ে যায়।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে সুরাট আদালতের সাজার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়েই একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল। তাঁর শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। এদিন সর্বোচ্চ আদালতে স্বস্তি পেলেন তিনি।