অনলাইন ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটল বড়খলায়। প্রজাতন্ত্র দিবসের দিনে সরকারি বিদ্যালয়ে উত্তোলন করা জাতীয় পতাকা, প্রজাতন্ত্র দিবসের পরদিন নামাতে হল পুলিশকে।জাতীয় পতাকা অবমাননার এমন চরম নজির দেখা গেল বড়খলা বিধানসভার বদররপুর-মাছিমপুর এমই স্কুলে।এ ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্হানীয়রা।স্কুলের প্রধান শিক্ষক মুফিজুর রাহমান বড়ভুইয়া সহ স্কুলের শিক্ষকদের চাকরি থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হলেও, সন্ধ্যা ঘনিয়ে রাত পোহালেও স্কুলের পতাকা টাঙানো থেকে যায়। বিষয়টি স্হানীয় লোকের চোখে পড়তেই বিতর্কের ঝড় উঠে।সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনাকে জঘন্য আখ্যায়িত করে স্হানীয়রা এনিয়ে সমালোচনায় মূখর হন। খবর দেন পুলিশে।এতে সোমবার সকালে বড়খলা থানার সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের তৎপরতায় জাতীয় পতাকা নামানো হয়।