অনলাইন ডেস্ক : ফেসবুক পেজে এক ট্রাফিক পুলিশ কর্মীকে ঘিরে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আটক করা হলো উধারবন্দ পানগ্রামের বাসিন্দা মুহিম উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি ও তার সঙ্গীকে । বুধবার শিলচর পুলিশ আটক করে এই দুজনকে।
পুলিশের এক সূত্র জানান, মুহিম উদ্দিন শিলচরের এক ট্রাফিক পুলিশ কর্মী ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ এনে তার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছিলেন। যদিও ওই ভিডিওতে ঘুষ নেওয়ার স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। ব্যাপারটা দৃষ্টিগোচর হওয়ার পর তাকে আটক করা হয়। এরপর তার সূত্রে জানা যায় তাকে ওই ভিডিও দিয়েছিল এক অটোচালক। পরবর্তীতে আটক করা হয় ওই অটোচালককেও।