অনলাইন ডেস্ক : শিলচর জেলা ক্রীড়া সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভার দিনখন এখনো স্থির নাহলেও নয়া কমিটি গঠনের জন্য খুব একটা দেরীও যে হবেনা সেটা আঁচ করতে পারছেন জেলার ক্রীড়া বিশেষজ্ঞরা।
তাই ইতিমধ্যেই পদ দখলের চিন্তা ধারা শুরু করে দিয়েছেন ক্রীড়া সংগঠকরা। গত ৯ এপ্রিল সংস্থার গভর্নিং বডির সভায় দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী জিবিতে সম্পাদকের প্রতিবেদন এবং হিসেব অনুমোদন পেলেই বিজিএমের তারিখ ঠিক হয়ে যাবে। এদিকে বিজিএম করার সিদ্ধান্ত নেওয়ার এক মাস হয়ে গেল, সম্পাদকের রিপোর্ট এবং হিসেবের কাজ নিশ্চয়ই অনেকটা এগিয়েছে। বিজিএম করার বিষয়টি ঠিক হওয়ার একমাসের মধ্যে ডিএসএ-র অন্দরের অনেক বিষয়ই সংবাদমাধ্যমে পাওয়া গেছে। এখন যত দিন যাচ্ছে জেলার সর্বোচ্চ ক্রীড়া নিয়ামক সংস্থার নির্বাচনকে ঘিরে ক্রীড়া মহলে উদ্বেগ বেড়েই চলেছে। তবে সেই সংগে নির্বাচন না হয়ে সিলেকশনের একটা পথও সামনে আসতে শুরু করেছে। সংস্থার একটি বিধ্বস্ত সুত্রের খবর অনুযায়ী, আগের সব সংঘাত ভুলে বর্তমান সচিব বিজেন্দ্রপ্রসাদ সিংকেই ফের সচিব পদে চাইছে ডিএসএ-র বিভিন্ন লবি। যদিও বিজেন্দ্র নিজে এখনো পরবর্তী কার্যকালে সচিব পদে থাকার ব্যাপারে সবুজ সংকেত দেননি।