অনলাইন ডেস্ক : ফের শিলচর- হাফলং ২৭ নম্বর জাতীয় মহাসড়কে ভূমি ধস নামল। মঙ্গল ও বুধবারের বৃষ্টিতে পাহাড় থেকে মারাত্মক ধস নেমে কয়েকঘন্টা যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির ফলে ২৭ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী রেখো গ্রামের কাছে ভূমি ধসে পড়ে। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের পর রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন অংশের জাতীয় সড়ক জলের তলায়।
মঙ্গলবার রাত থেকে যে ভাবে বৃষ্টি শুরু হয়েছে তা নিয়ে এবার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সবার মনে একই আশঙ্কা, ২০২২ সালের মত প্রাকৃতিক দুর্যোগের মত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না তো। গত ১১ জুন কেন্দ্রীয় মেট্রোলজিক্যাল বিভাগ ও গুয়াহাটির আঞ্চলিক মেট্রোলজিক্যাল বিভাগ আগামী ১০ দিন অর্থাৎ ২০ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করেছিল। সেই সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে।