অনলাইন ডেস্ক : নবগঠিত উগ্রপন্থী সংগঠনের নামে দাবি করা অর্থ নিতে গিয়ে ধরা পড়লো এক যুবক। সোমবার দুপুরে এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষীপুর থানা এলাকার ফুলেরতলে । লক্ষীপুর থানার অতর্গত ফুলেরতললের সন্দীপ শর্মার কাছে প্রায় একমাস পূর্বে পাঁচ লক্ষ টাকা দাবি করে উড়ো ফোন আসে।সন্দীপ শর্মা বিষয়টি লক্ষীপুর থানায় জানিয়ে রাখেন। পুলিশ ফোন ট্র্যাক করে প্রথমে ফুলেরতল ফেরিঘাট এবং পরে দিলখুশ এলাকায় ফোনটি ট্র্যাক করে। কিন্তু এর পরেই সেটি স্যুইচ অফ হয়ে যায়। দু’দিন পূর্বে আবার অন্য মোবাইল থেকে তার কাছে অর্থ দাবি করে বলা হয় যে, এক ব্যক্তিকে তার কাছে পাঠানো হবে, তাকে যেন পাঁচ লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়, নতুবা সন্দীপকে তুলে নিয়ে যাওয়া হবে বলে হুশিয়ারী দেওয়া হয়। তখন সন্দীপ শর্মা ফোন করা ব্যক্তিকে জানায় এত টাকা দেওয়ার সামর্থ নেই তার কাছে। দরকষাকষি করে ৩০ হাজার টাকা দিতে রাজি হয় সন্দীপ।সেল ফোনে সন্দীপকে বলা হয়, সোমবার একজন লোক যাবে, তার কাছে যেন টাকা দিয়ে দেওয়া হয় নতুবা ফল ভালো হবে না।তাকে বলা হয় নতুন গঠিত সিএএন নামে জঙ্গি সংগঠনের নামে এই টাকা দিতে হবে।ভাঙা ভাঙা হিন্দী ভাষায় সন্দীপের সঙ্গে কথোপকথন হয় অর্থ দাবি করা লোকটির। তবে লক্ষীপুর পুলিশ এই নামের কোনও উগ্রপন্থী সংগঠন থাকার সত্যতা স্বীকার করে নি।
সেই ব্যক্তির কথামতো সোমবার দুপুরে ফুলেরতল ফেরিঘাটে এসে লোকটি সন্দীপকে ফোন করে।দাবি করা টাকা নিতে আসা লোকটিকে ধরতে সন্দীপ শর্মা জাল বিছিয়ে রাখেন। যখন ফুলেরতলে টাকা নিতে আসে তখন স্থানীয় লোকজন তথা বজরং দলের সদস্যরা লোকটিকে ঘিরে ফেলেন।তাকে আটক করে লক্ষীপুর থানায় এনে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়।। টাকা নিতে এসে জনগণের হাতে ধৃত ব্যক্তির নাম করিম উদ্দিন (৪৬), তার বাড়ি মণিপুরের জিরিবাম জেলার জাকুরাডর গ্রামে। তার বিরুদ্ধে মামলা করেন সন্দীপ শর্মা। মামলাটি ১৫০/২০২৪ নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারী অফিসার তথা লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং।আজ মঙ্গলবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে অধিক তদন্তের জন্য দুদিনের রিমান্ডে নিয়েছে।