অনলাইন ডেস্ক : ২০২৪ বর্ষের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস পরীক্ষা আরম্ভ হওয়ার মাত্র আধা ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ভাইরাল । ২০২৪ বর্ষের মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিন কঠোর নিরাপত্তা মাধ্যমে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা আরম্ভ হওয়ার মাত্র ৩০ মিনিট পরেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাছাড় জেলার বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে এই ২০২৪ বর্ষের মাধ্যমিক ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে । প্রশ্নপত্র পরীক্ষা আরম্ভ হওয়ার ৩০ মিনিট পর সামাজিক মাধ্যমে জরীয়তে জনসাধারণের মোবাইলে মোবাইলে পৌঁছে গেছে । এবার বিতর্কহীন ভাবে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের শিক্ষা বিভাগের তরফ থেকে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় পুনর বিতর্ক সৃষ্টি হয়েছে। পরে বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তদন্তের জন্য উপস্থিত হন কাছাড়ের এসপি ও জেলা স্কুল সমূহের পরিদর্শক। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে এস এম সি সভাপতিকে।