বুয়েনস আয়ারস, ২৯ ডিসেম্বর : দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর প্রথম গোলটি তো কাতার বিশ্বকাপেরই অন্যতম সেরা গোল। বিশ্বকাপ জয়ের পর সেই তরুণ তারকা বিড়ম্বনায় পড়েছেন প্রেমিকার কারণে। আলভারেজের প্রেমিকা এমিলিয়া ফেরেরোকে একেবারেই পছন্দ করেননি তাঁর ভক্তরা। মূলত এমিলিয়ার আচরণ নিয়ে আপত্তি ভক্তদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজোট হয়ে ভক্তরা আলভারেজকে চাপ দিচ্ছেন প্রেমিকাকে ছাড়ার জন্য। এমিলিয়ার সঙ্গে আলভারেজের বিচ্ছেদ দাবি করে ভক্তরা একটি পিটিশনও করেছেন। ‘চেঞ্জ ডট অর্গ’ নামে পেজে ‘হুলিয়ান, ব্রেকআপ উইথ ম্যারি জেন (এমিলিয়াকে দেওয়া ভক্তদের নাম)’ শিরোনামে করা পিটিশন করছেন ভক্তরা। পিটিশনে এরই মধ্যে ১২ হাজারের বেশি লোক সইও করেছেন।