শিলচর, ১৩ ডিসেম্বর : প্রাক্তন রাজ্যসভা সদস্য ও শিলচর জেলা কংগ্রেস এর দীর্ঘ সময়ের সভাপতি কর্ণেন্দু ভট্টাচার্য গুরুতর অসুস্থ।বর্তমানে সংকটজনক অবস্থায় নতুন দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন।তাঁর অসুস্থতার খবর শিলচর পৌছার পরই জেলা কংগ্রেস সভাপতি তমাল বণিক, সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী সহ বহু নেতা প্রবীণ নেতার আরোগ্য কামনা করেছেন। পার্থবাবু এক বিবৃতিতে বরাক উপত্যকার সকল স্তরের কংগ্রেস কর্মী এবং আপামর জনসাধারণকে কংগ্রেস নেতা কর্নেন্দু ভট্টাচার্যের আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়া মহফিল আয়োজনের অনুরোধ জানিয়েছেন।